Ubuntu Is A lovely GF

Most Used linux based operating sustem is ubuntu. And day bay day it become young and younger.

The Glorious one

Ubuntu Is so much Glorious OS because of her history.......

It like up growing fire.....

Ubuntu is an operating which make are as like priciable and seasonal...

The Firefox web browser...

The Firstest web browser i used..........Its uncountable


রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

GNOME-Pie 0.4 Released, Adds New Settings Dialog

GNOME Pie Unity Theme
A new release of visually slick application launcher GNOME Pie has been made available to download. 
Notable new fillings making up version 0.4 are a GTK3 port and improved settings dialog.
This latter is particularly notable, with the adding, editing and rearranging of items within a ‘slice’ tweakable from an almost WYSIWYG editor.
GNOME Pie's new configuration menu
Tailoring shortcuts to suit your workflow remains as capable as in previous releases.
gnome pie edit

How to Install GNOME-Pie in Ubuntu

GNOME-Pie can be installed in Ubuntu 10.10 through 12.04 by adding and installing from the developers official PPA. Despite the ‘testing’ in the name this PPA houses the latest stable release.
  • sudo add-apt-repository ppa:simonschneegans/testing
  • sudo apt-get update &&  sudo apt-get install gnome-pie
After installing GNOME-Pie can be launched from the Dash by entering ‘GNOME Pie’ into the search bar.
The application launches ‘silently’; press Ctrl+Alt+A to reveal it. To open the configuration window just launch the ‘GNOME Pie’ from the Dash again.
You can watch an older version of GNOME-Pie in action below.

Collected from : http://www.omgubuntu.co.uk/
Writer :

শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

উবুন্টু পাঠশালা | পর্ব- ১

আসসালামুয়ালাইকুম।। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। আল্লাহ সবাইকে ভাল রাখুন এই কামনা করি। শিরোনাম দেখে আপনারা মোটামুটি বুঝে গেছেন যে, এইখানে কি হবে। আমি আপনাদেরকে ধারাবাহিক ভাবে উবুন্টু সম্পর্কে ধারনা দেবার চেস্টা করব। !!!!!প্রথমে বলে নেই, আমি খুব বেশিদিন ধরে উবুন্টু ব্যবহার করি না। তাই আমি হয়ত সেই রকম ভালভাবে কিছু বলতে পারবনা । আমি এখনো শিখছি এবং আমি চেস্টা করব আমার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু করতে। দুয়া করবেন.!!!!!!! তো চলুন শুরু করা যাক....

উবুন্টু কি?

উবুন্টু নামের অর্থ কি?

উবুন্টু একটি আফ্রিকান শব্দ । এর আর্থ "HUMANITY TO OTHERS" অর্থাৎ "সকলের জন্য মানবতা" । এর আর একটা আর্থ আছে "I am what I am Because Of who We All Are."
উবুন্টু হচ্ছে একটি লিনাক্স ভিত্তিক অপারটিং সিস্টেম। যা ডেবিয়ান প্রজেক্ট এর অধীনে তৈরী করা হয় । এর প্রধান উদ্দেশ্য ছিল ডেস্কটপ এর জন্য লিনাক্স এর একটি সহজ সমাধান তৈরী করা.। এবং তারা সফল হয়েছিল । এটি প্রথমে ৬ মাসের জন্যে তৈরী করা হয়েছিল এবং বর্তমানে এটি হতছে সর্বোচ্চ আপডেট করা অপেরাটিং সিস্টেম।
এবং দিন দিন এটি আর আধুনিক ভাবে এবং সরবুচ্চ ফিচার নিয়ে আবিরভুত হতছে। আর এর সবচেয়ে ভাল দিক হতছে এটি অনেক লো কনফিগারেশন এর কম্পিউটার এ রান করা যায় । কোন রকম ঝামেলা ছারাই।
ডেক্সটপ এর জন্য এটি সফল অপারেটিং সিস্টেম । আর বর্তমান এ অনেক বড়বড় সার্ভার এ উবুন্টু ব্যবহার করা হয় এর সহজ ব্যবহার ও কম শক্তি ব্যবহার করে সরবোচ্চ উপজুগিতার জন্য । আপনারা জেনে খুশি হবেন যে এখন সার্ভার নিয়ন্ত্রনের জন্নে লিনাক্স কে বেশি প্রাধান্ন দেয়া হয়। এবং বিশ্বের বড়বড় সকল সার্ভার এ লিনাক্স ব্যবহার করা হয়।
  • > উবুন্টু প্রথম তৈরী করা হয় ২০০৪ সালের ২০ অক্টোবর।
  • > এর ৬ মাস পর প্রথম এটি আপডেট রিলিজ করা হয়।
  • > প্রতি ৬ মাস পরপর এটি আর উন্নত ভার্সন রিলিজ করে যাতছে।
  • > এর আপডেট এর নাম মুলত বছর ও মাস এর নামের সমন্বয় এ করা হয়।
  • > বলা হয়ে থাকে এটি সম্পূর্ণ ভাবে ভাইরাস মুক্ত।
  • >সহজ ব্যবহার।
  • > এর রয়েছে বিশাল সফটওয়্যার কালেকাশন।
  • > এবং সব ফ্রী ।
  • >উবুন্টু এর প্রতিটি আপডেট এর একটা করে নাম দেয়া হয়।
নিচে এর সকল ভার্সন এর নাম ও সময় দেয়া হল।
Version Code name Release date Supported until
4.10           Warty Warthog    2004-10-20     2006-04-30
5.04           Hoary Hedgehog 2005-04-08     2006-10-31
5.10           Breezy Badger     2005-10-13     ২007-04-13
6.06           LTS Dapper Drake 2006-06-01    2009-07-14
6.10           Edgy Eft                2006-10-26     2008-04-25
7.04           Feisty Fawn           2007-04-19     2008-10-19
7.10           Gutsy Gibbon        2007-10-18      2009-04-18
8.04           LTS Hardy Heron  2008-04-24      2011-05-12
8.10           Intrepid Ibex         2008-10-30      2010-04-30
9.04           Jaunty Jackalope    2009-04-23      2010-10-23
9.10          Karmic Koala          2009-10-29      2011-04-30
10.04       LTS Lucid Lynx        2010-04-29      2013-04-30
10.10       Maverick Meerkat    2010-10-10     2012-04-10
11.04       Natty Narwhal         2011-04-28      2012-10
11.10       Oneiric Ocelot          2011-10-13      2013-04
12.০৪        LTS Precise Pangolin 2012-04-26     2017-04




  প্রথম দিকে উবুন্টু শুধু GNOM ভার্সন এ হত। বর্তমানে এর KDE ভার্সন ও করা হয়। আমি প্রথমে বলেছি যে উবুন্টু একটি প্রোজেক্ট এর অধিনে করা হয়। ঐ একি প্রোজেক্ট এর আর কিছু কাজ রয়েছে যাদেরকে উবুন্টু এর সহোদর বলাযায়। নিচে তাদের নাম ও উদ্দশ্য দেয়া হল।  

> Kubuntu ( KDEইন্টারফেস এ তৈরি )


>Edubuntu (শিক্ষা মুলক কাজের জন্য তৈরি )

>Xubuntu (XFCE ইন্টারফেস এ তৈরি )

>Xubuntu (XFCE ইন্টারফেস এ তৈরি )

>Mythbuntu (Xubuntu-based XFCE4 desktop OS with MythTV installed)

>Lubuntu ( LXDE ইন্টারফেস এ তৈরি (Unofficial))

>Cobuntu (করিয়ান ব্যবহার কারিদের জন্য তৈরি )

>Runtu (রাশিয়ান ব্যবহার কারি দের জন্য তৈরি )

>Sabily (মুসলিম বাবহারকারি দের জন্য তৈরি )

>Gobuntu (ফ্রী সফটওয়্যার প্লাটফর্ম এর ওপর ভিত্তি করে তৈরি।(Historical))

সবশেষে একটি কথা না বললে পোস্ট টি অপূর্ণ থেকে যাবে। তা হল এর মুল উদ্দেশ্য ______ যে প্রজেক্ট এর অধিনে এত সুন্দর একটি অপারেটিং সিস্টেম আমরা পেলাম তার প্রধান উদ্দশ্য হতছে
*************************************************
অসহায় ও দরিদ্র মানুষ দের পাশে দাঁড়ানো। তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলা। স্বার্থপর এই দুনিয়ার বাচবার জন্নে তাদের একটু অবস্থান করে দেয়া। শত কোটি মানুষ এর ভিরে তারা জাতে হারিয়ে না যায় তার বাবস্থা করা।
**************************************************
এই উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় উবুন্টু । এর ব্যবহার কারি দের ডোনেশন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সেই অসহায় মানুষ দের কে সাহায্য করা হয়।  
আজ এই পরজন্তই থাক। এরপরে আমরা এই অপারেটিং সিস্টেম এর বিভিন্ন দিক নিয়ে আলচনা করব । সাথেই থাকবেন । ধন্য++++++++++++++++++++++++++++++

পূর্বে টিওনার পেজ এ প্রকাশিত.

তথ্যসূত্রঃ- wikipedia , www.ubuntu.com , wiki.ubuntu.com, and more in internet.

শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১২

উবুন্টু এর দুনিয়ায় আপনাকে স্বাগতম..

আসালামুয়ালায়কুম......
কেমন আছেন সবাই . 
আশা করি ভালো আছেন ....ভালো থাকেন সব সময় এই কামনা করি সবসময় এই দুয়া করি.
আল্লাহ সবাই কে ভালো ও সুস্থ রাখুন...............আমিন.
====================================================
কোন রকম প্রস্ততি ছাড়াই আজকে এই কাজ তা করে বসলাম..... মনে হলো একটা ব্লগ বানাই......
যেই ভাবা সেই কাজ...........একটু একটু গুতাগুতি করে এইটা বানিয়ে ফেললাম...

কেমন হলো আপনারা বলবেন.......!!!!!!!!!!!!!!!!

তো প্রথমেই একটা ঝামেলায় পরছিলাম যে কি নাম দিব ????
পরে চিন্তা ভাবনা করে এই টা বাইর করলাম.....

একটা শিরুনাম দিলাম............

বুজতেই তো পারছেন এইখানে আমি কি করব.......উবুন্টু নিয়ে একটু মারা মারি করব.........  আপনারা তার দর্শক ....বিচার বিবেচনা  যা করার আপনারা করবেন...
আমি ফক্কা কমিটি এর হেড অফিছার আমি কিছু জানিনা........

আমি চেষ্টা করব আমার পক্ষে যতটকু সম্ভব সব কিছু আপনাদের কে জানাবার......

সবাই আমার জন্য দুয়া করবেন.....

আর টিপি এর সকল কে আমার আন্তরিক ধন্যবাদ......কারণ ঐখান থেকে আমার জীবনের সবচেয়ে ভালো জিনিস গুলু শিকছি......

আর আর আর আর ................মনে নাই.............. :) :) :)